ছবি প্রেম আমার।
গান [ প্রেম আমার স্যাড ভার্ষন ]
Kunal Ganjawala by Prem Amar.
তুমি ছাড়া আজ একা এ মন স্বপ্নের লাশ ঘর
ভেঙে যাওয়া এই বুকের পাজর ধু ধু মরুপ্রান্তর
(২বার)
তবু প্রেম এসে, ভালোবেসে আজও দেখা দিয়ে যায়
যেই ছুতে যায়,
আমি হাত বাড়াই , কেন দূরে সরে যায়!!
প্রেম আমার ওও প্রেম আমার,
প্রেম আমার ওও প্রেম আমার।
কোন ভুলে তুমি শুলে বলো, এই ফুল শয্যায়
স্বপ্নের লাশ কাধে নিয়ে, ওরা কেন চলে যায়
(২বার)
জীবন পথে, চলতে শেখা, ওই হাতেরই ছোয়াঁয়
আজ ভাঙ্গা বুক, ও যে হাসি মুখ, দেখি জ্বলে সেই শিখায়,,,
প্রেম আমার ওও প্রেম আমার,
প্রেম আমার ও প্রেম আমার,,
প্রেম আমার ওও প্রেম আমার।।
![]() |
prem amar - sad lyrics |
Rate This Article
Thanks for reading: Prem Amar Sad Full Version Lyrics | প্রেম আমার স্যাড লিরিক্স | Kunal | Radio Shofi , Stay tune to get latest Blogging Tips.