যে কারণে আপনার ব্লগ সার্চে আসে না। শিখে নিন কিভাবে আপনার ব্লগ সাইট গুগলের প্রথম পেইজে আনবেন
আসসলামুআলাইকুম সুপ্রিয় পাঠক ।
আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন । আজ কয়েকদিন ব্যাক্তিগত ঝামেলার কারণে ব্লগে পোষ্ট করতে পারিনি তার জন্য আন্তরিক ভাবে দুখ্যিত ।
আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু টিপস নিয়ে যে টিপস গুলো নতুন ব্লগারদের জন্য অত্যান্ত গুরুত্বপুর্ণ তাই সম্পুর্ন পোষ্টটি পড়ার দাওয়াত রইলো ।
আজ এই পোষ্টের মাঝে জানতে পারবেন কি কি কারনে আমাদের ব্লগ ওয়েব Google সার্চে Show করছে না
কিভাবে আমাদের ব্লগ সাইটকে খুব সহযে গুগল সার্চে আনা যায় এবং সাইট Ranking নিয়ে কিছু গুরুত্বপুর্ন আলোচনা।
চলুন মুল পোষ্টে এগিয়ে যাওয়া যাক ।
যত প্রকার ওয়েবসাইট আছে প্রতিটা ওয়েবসাইটকে গুগলের সার্চ পেইজে আনতে হলে ওয়েবমাস্টারের হাত ধরতেই হবে । ভিজিটরের সার্চ Key Word গুলো অনুযায়ি যে কোন টপিক কে সামনে উপস্থাপন করাই যার একমাত্র প্রধান ডিউটি ।
ওয়েবসাইটের ত্রুটি , সমস্যা , ভুল ,র্যাংকিং বিবেচনাও করে থাকে এই ওয়েব মাস্টার টুলস ।
তাই আপনার ব্লগ সাইটকে সার্চে আনতে হলে Fast গুগল ওয়েব মাস্টারে Submit করতে হবে ।
কিন্তু কিভাবে করবেন ?
প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের Enternet Browser টি ওপেন করে সার্চ করুন Google Webmaster Tools .
প্রথমে যে পেইজ টি ওপেন হবে সেটা হল Google Search Console ।
আপনি ফাস্ট তার নিচের দিকে দেখুন Google Webmaster Tools / Re search .
জাস্ট ওটাই ওপেন করুন ।
সাইন আপ করে ঢুকে পড়ুন তারপর সেখানে আপনার ব্লগ লিংক দেখাবে যার ডান পাশে Sitemap এড অপশন শো করবে ।
এটার লাস্ট যায়গাতে Sitemap.xml টাইপ করে নিচেই Submit বাটনে টিপ দিয়ে সেইভ করে নিন ।
নিচেই দেখাবে Sitemap Submit Succesfully ..
এবার এখান থেকে ব্যাক করে চলে যাবেন Google Search Console Tools এ ।
সেখানে গিয়ে Add a Property তে ক্লিক করে আপনার ব্লগ Url দিয়ে ঢুকে পড়ুন ।
আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন । আজ কয়েকদিন ব্যাক্তিগত ঝামেলার কারণে ব্লগে পোষ্ট করতে পারিনি তার জন্য আন্তরিক ভাবে দুখ্যিত ।
আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু টিপস নিয়ে যে টিপস গুলো নতুন ব্লগারদের জন্য অত্যান্ত গুরুত্বপুর্ণ তাই সম্পুর্ন পোষ্টটি পড়ার দাওয়াত রইলো ।
আজ এই পোষ্টের মাঝে জানতে পারবেন কি কি কারনে আমাদের ব্লগ ওয়েব Google সার্চে Show করছে না
কিভাবে আমাদের ব্লগ সাইটকে খুব সহযে গুগল সার্চে আনা যায় এবং সাইট Ranking নিয়ে কিছু গুরুত্বপুর্ন আলোচনা।
Blog Search Topic |
চলুন মুল পোষ্টে এগিয়ে যাওয়া যাক ।
- Google Webmaster Tools
- Google Search Console.
- Google Analytics.
- Blog Ranking.
যত প্রকার ওয়েবসাইট আছে প্রতিটা ওয়েবসাইটকে গুগলের সার্চ পেইজে আনতে হলে ওয়েবমাস্টারের হাত ধরতেই হবে । ভিজিটরের সার্চ Key Word গুলো অনুযায়ি যে কোন টপিক কে সামনে উপস্থাপন করাই যার একমাত্র প্রধান ডিউটি ।
ওয়েবসাইটের ত্রুটি , সমস্যা , ভুল ,র্যাংকিং বিবেচনাও করে থাকে এই ওয়েব মাস্টার টুলস ।
তাই আপনার ব্লগ সাইটকে সার্চে আনতে হলে Fast গুগল ওয়েব মাস্টারে Submit করতে হবে ।
কিন্তু কিভাবে করবেন ?
প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের Enternet Browser টি ওপেন করে সার্চ করুন Google Webmaster Tools .
প্রথমে যে পেইজ টি ওপেন হবে সেটা হল Google Search Console ।
আপনি ফাস্ট তার নিচের দিকে দেখুন Google Webmaster Tools / Re search .
জাস্ট ওটাই ওপেন করুন ।
সাইন আপ করে ঢুকে পড়ুন তারপর সেখানে আপনার ব্লগ লিংক দেখাবে যার ডান পাশে Sitemap এড অপশন শো করবে ।
Blogger Sitemap image |
নিচেই দেখাবে Sitemap Submit Succesfully ..
এবার এখান থেকে ব্যাক করে চলে যাবেন Google Search Console Tools এ ।
সেখানে গিয়ে Add a Property তে ক্লিক করে আপনার ব্লগ Url দিয়ে ঢুকে পড়ুন ।
Site ভেরিফাই তেই ক্লিক করুন ।
এবার প্রথমে HTML tag অপশনে ক্লিক করে Meta tag কপি করে নিয়ে আরেকটি ট্যাব ওপেন করে Blooger এ লগ ইন করুন ।
ব্লগের ড্যাশবোর্ড থেকে THEME অপশনে গিয়ে EDIT THEME এ ক্লিক করে <head> এর নিচেই Meta Tag টি পেস্ট করে সেইভ থিম দিয়ে Google Search Console এ ফিরে যান ।
যেখান থেকে কোড কপি করে ছিলেন তার নিচেই লক্ষ করবেন Verify ব্যাশ ভেরিফাইতে ক্লিক করলে উপরের ছবির মত টিক মার্ক আসবে ।
-- একটা হয়ে গেল ।
এই বার চলে যাবেন New Tab ওপেন করে Google Analytics এ ।
প্রথমে কিছু অপশন আসবে সেখান থেকে ফাস্ট যে অপশনটি থাকবে সাইন আপ ফর ইউর ব্লগ এটাকে ক্লিক করে সাইন আপ করুন ।
তারপর আপনার সাইটের নাম দিন - আপনার ব্লগের ঠিকানা দিন এবং আপনার ব্লগটির ক্যাটগরি সিলেক্ট করে নিচেই এসে সেইভ দিন ।
তারপর Analytics এর Admin প্যানেল থেকে আপবার Analytics Tracking Code টি নিয়ে ব্লগে ফিরে যান ।
ব্লগের ড্যাশবোর্ডের সেটিং এর Other এ গিয়ে নিচেই ছবির মত
ব্যাশ কোড টি পেস্ট করে সেইভ করে দিন ।
চলে যাবেন সার্চ কন্সলে সেখানে গিয়ে আগের মত Analytics ভেরিফাই করে নিন ।
আবার আপনার সাইটের জন্য যদি ডোমেইন কেনা থাকে তাহলে Domain property Add করে ভিজিট করুন উক্ত ডোমেইন সাইটের ঠিকানায় ।
সেখানে গিয়ে আপনাকে C Record - A Record নানান রেকর্ড এড করা লাগবে ।
এই ব্যাপারটি একটু জটিল তাই লিখে বুঝিয়ে দেওয়া অসম্ভব । আপনি অন্য ব্লগারদের পোষ্ট পড়ে বুঝে নিন অথবা YouTube থেকে ভিডিও দেখে ধারণা নিয়ে নিন ।
এবার সব ঠিকঠাক ভাবে কাজ সম্পন্য হলে আবার চলে যাবেন Google webmaster tools এ।
সেখানে গিয়ে বাম পাশের মেনু বারের নিচেই Webmaster Tools Old Version Select করে Sitemap Tester ওপেন করুন।
সেখান থেকে robot.txt কোড কপি করে নিয়ে ব্লগের ড্যাশবোর্ডের সেটিং এ গিয়ে Search preferences এ গিয়ে costom robot txt No থেকে Yes সিলেক্ট করে কোড গুলো পেস্ট করে সেইভ করে দিন ।
ব্যাশ এটাও শেষ -
প্রথম ধাপের কাজ সম্পন্ন হল।
আপনার সাইট এবার গুগল ওয়েবমাস্টারে এবং সার্চ কন্সলে ডাটা প্রসেসিং হচ্ছে এতে সময় লাগে অন্তত এক সপ্তাহ।
এরিই মাঝে পোস্ট করতে থাকুন দারুন দারুন টপিক নিয়ে৷
আসতে আসতে আপনার সাইট সার্চে চলে আসবে এবং সার্চে আশায় লাগবে৷ আমি যে কাজ গুলোর কথা লিখলাম ঠিকঠাক করতে পারলে অবশ্যই গুগলে শো হবে।
আর যদি আমার লেখা বুঝতে অথবা কাজ গুলো করতে সমস্যা হয় তাহলে নিচেই কমেন্ট করুন আমি সমাধান দেবার চেষ্টা করব।
আর বেশি বেশি আপনার সাইট বা পোস্ট সোস্যাল মিডিয়াতে শেয়ার করুন।
তো বন্ধুরা আজকের মত বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তি টপিক নিয়ে সেই অব্দি সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ৷
vai apni khub valo...onk help hoice
ReplyDeleteOnek Dhonnobad Priyo
Deleteসব সময় চেষ্টাতে থাকি যে আমার দ্বারা যেন সবাই উপকৃত হয়।
ReplyDeletegood
ReplyDeleteHelpfully tips
ReplyDeleteNice post
ReplyDeletewebsite seo
ReplyDeletehttps://www.bdsimoffer24.com/2019/10/Search-Engine-Optimization--On-Page-Seo.html
Ok....
ReplyDeleteGood post
ReplyDeleteGood post
ReplyDeleteGood post
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteচলে আসবে ভাই নিয়মিয় পোষ্ট করে যান
Deletebangla best blog site.. thanks sir
ReplyDeleteআমার সাইটটা একটু করে দিবেন? আমি পারছিনা ভাইয়া
ReplyDelete