কিভাবে ব্লগ সাইট থেকে বেশি আয় করা যায়, কি ধরনের পোস্ট লিখলে বেশি ইনকাম হবে, Earn Mor Revenue from bangla blogspot site,
ব্লগ সাইটে ইনকাম কম?
ইনকাম বাড়াতে চান?
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা নয় বিশ্বাস করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্লগ সাইটের (Blog site) এর ইনকাম বাড়ানো যায় কিভাবে সেই টপিক নিয়ে।
কথার নাম লতা তাই বাড়িয়ে দিতে চাইনা কারো অন্তরে ব্যাথা চলুন শুরু করা যাক!
ব্লগের আয় নিয়ে যে টপিক ( Topic) টি আজ আমরা জানবো উক্ত টপিকের উপর ভিত্তি করে প্রথমে কিছু সার্জিক্যাল টিপস জানা দরকার।
প্রথমেই আমাদেরকে জানতে হবে গুগল এডসেন্স (google adsense) এর কিছু অদ্ভুত বিজ্ঞাপন সিস্টেম নিয়ে।
গুগল এডসেন্স কি?
গুগল এডসেন্স হচ্ছে বিজ্ঞাপন প্রদর্শন কোম্পানি।
আমরা টেলিভিশনে সিনেমা বা অন্যান্য অনুষ্ঠান উপভোগ করার সময় অনুষ্ঠান মালার ফাকে ফোকে যেমন বিভিন্ন প্রডাক্টের বেচাকেনা দেয় ওটাই মনে করেন এডসেন্স।
টেলিভিশন, ইউটিউব, ওয়েবসাইট যেটাই হোক না কেন ইন্টারনেট থেকে আয়ের প্রধান উৎস হচ্ছে এডসেন্স।
আর এই বিজ্ঞাপন আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করাতে হলে অনেক খাটাখাটনি ও কাঠুরে নিয়মনিতীর ব্যাপার স্যাপার আছে।
আমাদের ব্লগ সাইটটা এমন ভাবে আকর্ষনিয় করে গড়তে হবে যাতে যে কোন প্রডাক্টের এড(Ad) সাইটে প্রদর্শন হতে সমস্যা না হয়।।
এবার চলুন আয় ইনকামের দিকে যায়।
ব্লগের প্রধান প্রাণ হচ্ছে ভিজিটর(visitor) তাই ব্লগ থেকে পর্যাপ্ত ভাবে আয় করতে হলে সাইটে প্রচুর ভিজিটর আনতে হবে।
আপনার সাইটে যত বেশি ভিউয়ার বা পাঠক আসবে তত বেশি ইনকাম লাইনটা ক্লিয়ার হবে।
এক সময় ছিল বাংলা ব্লগে এডসেন্স এপ্রুভ হত না কিন্তু এখন বাংলা ভাষাতে এডসেন্স পাওয়া কঠিন কিছু নয়।
সাইটে ইউনিক কন্টেন্ট নিয়ে লিখতে পারলেই আশাকরি ১০০% ভিজিটর কাউন্ট হবে।
লেখার সময় খেয়াল রাখতে হবে আপনি কাওকে টার্গেট করে পোস্টটি লিখছেন।
আপনার পোস্টটি যেন ভিউয়ারদের উপকারে আসে এবং তা পড়ে যেন সে উৎফুল্ল হয়ে আবার আপনার সাইটে পড়তে আসে।
আমরা সাধারণত গুগলে বিভিন্ন টপিক নিয়ে সার্চ করি যেটা আমাদের সার্চের ফাস্ট পেইজে আসে সেটাই মুলত পড়ে থাকি।
জ্বি ধরেন আপনিও সেই অনুভুতি নিয়ে পোস্ট লিখবেন যেটা অন্যদের ফাস্ট পেইজে শো হয়।
ইউটিউবের ভিডিও যেমনটি ভাইরাল হয় ব্লগ বা ওয়েবসাইটের পোস্ট গুলোও একিই ভাবে ভাইরাল হয়। আপনার পোস্টের টাইম ডিউরেশন,কমেন্ট,ভিউ, টপিক, ইউনিক, যত বেশি ভালো হবে তত দ্রুত প্রথম পেইজে শো হতে শুরু হবে।।
বাংলা আর্টিকেল লেখার পাশাপাশি ইংরেজিতে পোস্ট লিখলে ভিজিটর বেশি পাওয়া যাবে।
ইংরেজিতে লিখতে পারলে আয় ইনকামও বেশি হবে।
আপনি যখন ইংরেজি ভাষাতে আর্টিকেল লিখবেন তখন আপনার ভিজিটর আসবে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা সহ অন্যান্য উন্নত দেশ থেকে।
তারা Auto Ad unit এর দোহায় তাদের দেশের এড গুলি দেখতে পারবে এবং ক্লিক দিবে যার ফলে CPC, Impression, CTR বেশি পাওয়া যাবে।
তাই ইংরেজিতে দক্ষ হলে বাংলার পাশাপাশি ইংরেজিতে লিখতে পারেন।
সময় অনুযায়ী পোস্ট লিখতে পারলেই ভিজিটর অটোমেটিক ভাবে বাড়তে থাকবে।
কোন প্রকার অন্যের লেখা চুরি না করেই নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লিখতে থাকুন।
মুল কথা।
উপরের লেখা পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্লগে আয় কিভাবে বাড়ানো যায়।
আপনি পর্যাপ্ত ভিজিটর আনুন ভালো ভালো কন্টেন্ট লিখুন সোজাসাপটা আয় বেড়ে যাবে।
বাংলা হোক আর ইংরেজি হোক যেটায় নিয়ে লিখুন না কেন বুঝিয়ে বুঝিয়ে লিখবেন।
এমন কোন কাজ করবেন না যাতে ভিউয়াররা মনে কষ্ট নিয়ে আপনার সাইট থেকে ফিরে যায়।
আপনার লেখার উপর ভিত্তি করে কমেন্ট করলে দ্রুত রিপ্লাই করবেন যাতে সে বুঝতে পারে আপনি একজন এক্টিভ ব্লগার।
প্রিয় পাঠক!
আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি সেটা আমি জানিনা।
আমার এই পোস্ট পড়ে যদি আপনার একটুও উপকারে আসে তাহলে আমি ধন্য।
একজন লেখকের লেখা যদি কেও না পড়ে সে মূল্যহীন।
সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মত আল্লাহ হাফেজ।
ইনকাম বাড়াতে চান?
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা নয় বিশ্বাস করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্লগ সাইটের (Blog site) এর ইনকাম বাড়ানো যায় কিভাবে সেই টপিক নিয়ে।
কথার নাম লতা তাই বাড়িয়ে দিতে চাইনা কারো অন্তরে ব্যাথা চলুন শুরু করা যাক!
ব্লগের আয় নিয়ে যে টপিক ( Topic) টি আজ আমরা জানবো উক্ত টপিকের উপর ভিত্তি করে প্রথমে কিছু সার্জিক্যাল টিপস জানা দরকার।
প্রথমেই আমাদেরকে জানতে হবে গুগল এডসেন্স (google adsense) এর কিছু অদ্ভুত বিজ্ঞাপন সিস্টেম নিয়ে।
গুগল এডসেন্স কি?
গুগল এডসেন্স হচ্ছে বিজ্ঞাপন প্রদর্শন কোম্পানি।
আমরা টেলিভিশনে সিনেমা বা অন্যান্য অনুষ্ঠান উপভোগ করার সময় অনুষ্ঠান মালার ফাকে ফোকে যেমন বিভিন্ন প্রডাক্টের বেচাকেনা দেয় ওটাই মনে করেন এডসেন্স।
টেলিভিশন, ইউটিউব, ওয়েবসাইট যেটাই হোক না কেন ইন্টারনেট থেকে আয়ের প্রধান উৎস হচ্ছে এডসেন্স।
আর এই বিজ্ঞাপন আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করাতে হলে অনেক খাটাখাটনি ও কাঠুরে নিয়মনিতীর ব্যাপার স্যাপার আছে।
আমাদের ব্লগ সাইটটা এমন ভাবে আকর্ষনিয় করে গড়তে হবে যাতে যে কোন প্রডাক্টের এড(Ad) সাইটে প্রদর্শন হতে সমস্যা না হয়।।
![]() |
Make money from google |
এবার চলুন আয় ইনকামের দিকে যায়।
ব্লগের প্রধান প্রাণ হচ্ছে ভিজিটর(visitor) তাই ব্লগ থেকে পর্যাপ্ত ভাবে আয় করতে হলে সাইটে প্রচুর ভিজিটর আনতে হবে।
আপনার সাইটে যত বেশি ভিউয়ার বা পাঠক আসবে তত বেশি ইনকাম লাইনটা ক্লিয়ার হবে।
এক সময় ছিল বাংলা ব্লগে এডসেন্স এপ্রুভ হত না কিন্তু এখন বাংলা ভাষাতে এডসেন্স পাওয়া কঠিন কিছু নয়।
সাইটে ইউনিক কন্টেন্ট নিয়ে লিখতে পারলেই আশাকরি ১০০% ভিজিটর কাউন্ট হবে।
লেখার সময় খেয়াল রাখতে হবে আপনি কাওকে টার্গেট করে পোস্টটি লিখছেন।
আপনার পোস্টটি যেন ভিউয়ারদের উপকারে আসে এবং তা পড়ে যেন সে উৎফুল্ল হয়ে আবার আপনার সাইটে পড়তে আসে।
আমরা সাধারণত গুগলে বিভিন্ন টপিক নিয়ে সার্চ করি যেটা আমাদের সার্চের ফাস্ট পেইজে আসে সেটাই মুলত পড়ে থাকি।
জ্বি ধরেন আপনিও সেই অনুভুতি নিয়ে পোস্ট লিখবেন যেটা অন্যদের ফাস্ট পেইজে শো হয়।
ইউটিউবের ভিডিও যেমনটি ভাইরাল হয় ব্লগ বা ওয়েবসাইটের পোস্ট গুলোও একিই ভাবে ভাইরাল হয়। আপনার পোস্টের টাইম ডিউরেশন,কমেন্ট,ভিউ, টপিক, ইউনিক, যত বেশি ভালো হবে তত দ্রুত প্রথম পেইজে শো হতে শুরু হবে।।
বাংলা আর্টিকেল লেখার পাশাপাশি ইংরেজিতে পোস্ট লিখলে ভিজিটর বেশি পাওয়া যাবে।
ইংরেজিতে লিখতে পারলে আয় ইনকামও বেশি হবে।
আপনি যখন ইংরেজি ভাষাতে আর্টিকেল লিখবেন তখন আপনার ভিজিটর আসবে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা সহ অন্যান্য উন্নত দেশ থেকে।
তারা Auto Ad unit এর দোহায় তাদের দেশের এড গুলি দেখতে পারবে এবং ক্লিক দিবে যার ফলে CPC, Impression, CTR বেশি পাওয়া যাবে।
তাই ইংরেজিতে দক্ষ হলে বাংলার পাশাপাশি ইংরেজিতে লিখতে পারেন।
সময় অনুযায়ী পোস্ট লিখতে পারলেই ভিজিটর অটোমেটিক ভাবে বাড়তে থাকবে।
কোন প্রকার অন্যের লেখা চুরি না করেই নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লিখতে থাকুন।
মুল কথা।
উপরের লেখা পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্লগে আয় কিভাবে বাড়ানো যায়।
আপনি পর্যাপ্ত ভিজিটর আনুন ভালো ভালো কন্টেন্ট লিখুন সোজাসাপটা আয় বেড়ে যাবে।
বাংলা হোক আর ইংরেজি হোক যেটায় নিয়ে লিখুন না কেন বুঝিয়ে বুঝিয়ে লিখবেন।
এমন কোন কাজ করবেন না যাতে ভিউয়াররা মনে কষ্ট নিয়ে আপনার সাইট থেকে ফিরে যায়।
আপনার লেখার উপর ভিত্তি করে কমেন্ট করলে দ্রুত রিপ্লাই করবেন যাতে সে বুঝতে পারে আপনি একজন এক্টিভ ব্লগার।
প্রিয় পাঠক!
আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি সেটা আমি জানিনা।
আমার এই পোস্ট পড়ে যদি আপনার একটুও উপকারে আসে তাহলে আমি ধন্য।
একজন লেখকের লেখা যদি কেও না পড়ে সে মূল্যহীন।
সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মত আল্লাহ হাফেজ।
This comment has been removed by the author.
ReplyDeleteধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে বোঝানোর জন্য
ReplyDeleteস্বাগতম প্রিয়
Delete