রেডিও শফি ভালোবাসার স্পর্শে প্রতিদিন
প্রিয় পাঠক।
প্রযুক্তির মাঝে ডুবে আছি আমরা, জন্মের পর থেকে মৃত্যুর আগ-পর্যন্ত প্রযুক্তির সাথে বর্তমান আমাদের কঠিন সম্পর্ক।
*ব্লগে প্রবেশের কারণ।
প্রতিটা মানুষের জীবনে কিছু সখ থাকে ,কারো ইচ্ছা ডাক্তার হবে, কেও ইঞ্জিনিয়ার, কেও সমাজ সেবক, কেও পাইলট, ইত্যাদি৷
আশা ও আকাংকার কোন শেষ নাই।
তেমনি আমিও বুঝতে শিখলে ধরে স্বপ্ন দেখতাম আমি ইঞ্জিনিয়ার হবো কিন্তু ভাগ্যের চাকাটা আমার বিপরিত দিকে ঘুরে যাবার ফলে সেইটা আর হল না।
মাধ্যমিক থেকে নবম শ্রেণি থেকে শিক্ষা গ্রহণ করার পর আর পড়া হল না।
তার পর শুরু হল জীবনের সাথে বেঁচে থাকার কঠিন যুদ্ধ।
কর্ম ব্যাস্ততার মাঝে হয়ে উঠলাম সোস্যাল নেটওয়ার্ক প্রিয়। ২০০৯ সালে একটা ফেসবুক আই ডি খুলি এবং আস্তে আস্তে অনলাইনের ছোয়া পেতে থাকি ।
কমদামি একটি বাটন ফোন নিয়ে ব্যাপক ভাবে ইনজয় করতে থাকি।
*গুগলের সাথে কিভাবে পরিচয় হল ।
ক্লাস ফাইভে পড়ার সময় বিজ্ঞান বইতে গুগল নিয়ে অনেক কিছু পড়েছি। ভাবতাম জিনিসটা কি,, তবে সেই সময় মোবাইল ফোন ও কম্পিউটারের প্রভাবটা একদম ছিল নাহ।
বিভিন্ন অফিস আদালতে গেলে হয়তোবা দু একটা কম্পিউটার দেখা যেত।
বইয়ের পাতায় কম্পিউটারের ছবি প্রাণ ভরে দেখতাম ও খাতায় অবিকল আঁকানোর চেষ্টা করতাম।
যাইহোক ,, ২০১০ এ একটা নতুন বাটন ফোন কিনলাম । তার কিছুদিন আগে এক বড় ভাইয়ের মোবাইলের ওয়ালপেপারে সুন্দর একটা ছবি দেখলাম ।
ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম "" ছবিটা আমাকে দেওয়া যাবে!
ভাই বললো আমি দিতে পারি না তথা ব্লু টুত সম্পর্কে ধারণা নাই।
তবে যুক্তি দিলো গুগলে পিকচারের নাম লিখে সার্চ করলে এরকম বহুত সুন্দর সুন্দর ছবি পাওয়া যায়।
মোবাইলের ব্রাউজার ওপেন করলাম,,, সেই দিন ফাস্ট গুগলে প্রবেশ।
প্রথমে লিখলাম "" ছবি "" ওমা !! ৩০ সেকেন্ডে হাজার হাজার ছবি এসে উপস্তিত হল।
নিচেই বিভিন্ন টপিক দেখতে পেলাম।
যেমন --
প্রেমের ছবি
ভালোবাসার ছবি
বিরহের ছবি
একা থাকার ছবি
ফুলের ছবি
পাখির ছবি ইত্যাদি ।
বেশ মজা আর আগ্রহ নিয়ে ছবি ডাউনলোড করতে থাকলাম।
*মজার ব্যাপার হল।
গুগল জাস্ট একটা সার্চ ইঞ্জিন এটা বুঝতাম নাহ বা জানতাম নাহ ।
গুগলে যেটাই লিখে সার্চ দেয় তিনি এনে হাজির করে কিন্তু উক্ত হাজিরাকৃত ব্যাপার স্যাপার যে ওয়েব সাইট সেইটা বুঝতাম না ।
ওয়েব সাইটে ক্লিক দিয়ে দিনরাত ছবি, গান ডাউনলোড করতাম।
২এম্বির একটা অডিও গান ডাউনলোড করতে প্রায় ৩০-৪০ মিনিট সময় লাগতো।
তবুও বিরাম ছিল না।
রিংটোন, অডিও গান, পিকচার,, হরদম ভাবে ডাউনলোড করতাম।
*ওয়েব সাইট বানানোর ইচ্ছা ।
এটার স্বপ্ন দেখলাম ২০১৪ তে ,, টেকটিউনস নামক ওয়েবসাইট অনেকেই চেনে । বিশেষ করে প্রযুক্তি গত ভাবে তাদের অনেক টিউটোরিয়াল রয়েছে।
এম্পিলিফায়ার লিখে সার্চ করলে তাদের সাইট থেকে হেল্পফুলি টিপস পেতাম ।
হুট করেই একদিন লক্ষ করলাম " নিজের নামে ওয়েব সাইট করুন।
ক্লিক দিয়ে পড়লাম ঘোড়াডিম কিছুই বুঝলাম নাহ।
২০১৬ তে জ্ঞান বুদ্ধি একটু বাড়লো।
শুরু করলাম আবার -- একটা জাভা সিস্টেমের নখ টাস ফোন কিনলাম।
নিজের প্রচেষ্টাতে একদিন একটা GMAIL একাউন্ট খুলতে সফল হলাম।
তাদের সাইটে আবার গেলাম ,, অনেক টিপস নিলাম, , হুবহু খাতায় লিখে নিলাম।
সার্চ করলাম -- how to create a blog site..
ওপেন হল,, কিন্তু আমার ফোনে সাপোর্ট করল নাহ।
ঢুকলেই প্রগ্রাম হ্যাং হয়ে কেটে যায়।
২০১৭ এই একটা সাইট করলাম।
নতুন ফোন নিয়ে তাদের টিপস নিয়ে সাজালাম।
৫/৬ টা কবিতা লিখলাম । কিছুদিন সাইট টা চালানোর পরে জানতে পারলাম ব্লগ ওয়েব থেকে টাকা উপার্জন করা যায়।
আগ্রহটা আরো বেড়ে গেল।
Adsense সার্ভিসের সাথে কিছুটা পরিচিত হলাম।
এডসেন্সের শর্ত সাপেক্ষ পুরণ করতে পারলাম নাহ।
অনেক ভুল ত্রুটির মাঝে সাইট টা বানানো তাই সফলের দরজা পেলাম নাহ ।
সাইটটার ভুল গুলো সংসোধন না করে পাগলের মত ডিলিট করে দিলাম।
পরে বুঝতে পারলাম এটা আমি ঠিক করিনি।
তারপর ২০১৯ এ এসে আবার শুরু করলাম এবং বর্তমানের এই "" রেডিও শফি।।
ছোট বেলায় রেডিও ভক্ত ছিলাম খুব তাই আমার নামের আগেই রেডিও নামটি ব্যাবহার করা।
আর তাছাড়া রেডিওর তরঙ্গের মত পোষ্ট পড়েও তো মনের ভিতর সে ছোয়া আসতে পারে।।
রেডিও নামটা ব্যাবহার করাতে নিশ্চয়ই কোন অন্যায় করিনি ।
এর ফাকে ফোকে ইউটিউব নিয়েও পড়ে ছিলাম কিন্তু সাক্সেস হতে পারিনি। মুর্খ মানুষ হয়লে যা হয় ।
তবে চেষ্টা করেই যাচ্ছি জানিনা সফলের দরজা পাবো কি না।
আগ্রহ আর চেষ্টা সফলতা আনতে পারে সে প্রেক্ষিতে আমিও দুরবার গতিতে এগিয়ে চলেছি।
আপনাদের নিকট আকুল আবেদন আমাকে সাপোর্ট করবেন। স্বপ্ন পুরন করতে সাহায্য করুন।
যারা ব্লগ নিয়ে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে এই টুকু বলব "" এটা অনেক সহয হলেও ব্যাপক কঠিন।
এক সময়ে খুব দ্রুত সফল হওয়া যেত কিন্তু বর্তমানে কঠিন পরিশ্রম করে আর্টিকেল লিখতে হবে।
কপি পেস্ট ব্যাতিত কাজ করতে হয়।
তাই আগে জানুন- আগে শিখুন পরে ব্লগ নিয়ে কাজ করুন।
আমার মত ভুল করবেন নাহ।
সবাইকে অনেক ধন্যবাদ।
রেডিও শফির সাথেই থাকুন।
ভুল ত্রুটি হতেই পারে প্লিজ ক্ষমা করবেন।
প্রযুক্তির মাঝে ডুবে আছি আমরা, জন্মের পর থেকে মৃত্যুর আগ-পর্যন্ত প্রযুক্তির সাথে বর্তমান আমাদের কঠিন সম্পর্ক।
*ব্লগে প্রবেশের কারণ।
প্রতিটা মানুষের জীবনে কিছু সখ থাকে ,কারো ইচ্ছা ডাক্তার হবে, কেও ইঞ্জিনিয়ার, কেও সমাজ সেবক, কেও পাইলট, ইত্যাদি৷
আশা ও আকাংকার কোন শেষ নাই।
তেমনি আমিও বুঝতে শিখলে ধরে স্বপ্ন দেখতাম আমি ইঞ্জিনিয়ার হবো কিন্তু ভাগ্যের চাকাটা আমার বিপরিত দিকে ঘুরে যাবার ফলে সেইটা আর হল না।
মাধ্যমিক থেকে নবম শ্রেণি থেকে শিক্ষা গ্রহণ করার পর আর পড়া হল না।
তার পর শুরু হল জীবনের সাথে বেঁচে থাকার কঠিন যুদ্ধ।
কর্ম ব্যাস্ততার মাঝে হয়ে উঠলাম সোস্যাল নেটওয়ার্ক প্রিয়। ২০০৯ সালে একটা ফেসবুক আই ডি খুলি এবং আস্তে আস্তে অনলাইনের ছোয়া পেতে থাকি ।
কমদামি একটি বাটন ফোন নিয়ে ব্যাপক ভাবে ইনজয় করতে থাকি।
*গুগলের সাথে কিভাবে পরিচয় হল ।
ক্লাস ফাইভে পড়ার সময় বিজ্ঞান বইতে গুগল নিয়ে অনেক কিছু পড়েছি। ভাবতাম জিনিসটা কি,, তবে সেই সময় মোবাইল ফোন ও কম্পিউটারের প্রভাবটা একদম ছিল নাহ।
বিভিন্ন অফিস আদালতে গেলে হয়তোবা দু একটা কম্পিউটার দেখা যেত।
বইয়ের পাতায় কম্পিউটারের ছবি প্রাণ ভরে দেখতাম ও খাতায় অবিকল আঁকানোর চেষ্টা করতাম।
যাইহোক ,, ২০১০ এ একটা নতুন বাটন ফোন কিনলাম । তার কিছুদিন আগে এক বড় ভাইয়ের মোবাইলের ওয়ালপেপারে সুন্দর একটা ছবি দেখলাম ।
ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম "" ছবিটা আমাকে দেওয়া যাবে!
ভাই বললো আমি দিতে পারি না তথা ব্লু টুত সম্পর্কে ধারণা নাই।
তবে যুক্তি দিলো গুগলে পিকচারের নাম লিখে সার্চ করলে এরকম বহুত সুন্দর সুন্দর ছবি পাওয়া যায়।
মোবাইলের ব্রাউজার ওপেন করলাম,,, সেই দিন ফাস্ট গুগলে প্রবেশ।
প্রথমে লিখলাম "" ছবি "" ওমা !! ৩০ সেকেন্ডে হাজার হাজার ছবি এসে উপস্তিত হল।
নিচেই বিভিন্ন টপিক দেখতে পেলাম।
যেমন --
প্রেমের ছবি
ভালোবাসার ছবি
বিরহের ছবি
একা থাকার ছবি
ফুলের ছবি
পাখির ছবি ইত্যাদি ।
বেশ মজা আর আগ্রহ নিয়ে ছবি ডাউনলোড করতে থাকলাম।
*মজার ব্যাপার হল।
গুগল জাস্ট একটা সার্চ ইঞ্জিন এটা বুঝতাম নাহ বা জানতাম নাহ ।
গুগলে যেটাই লিখে সার্চ দেয় তিনি এনে হাজির করে কিন্তু উক্ত হাজিরাকৃত ব্যাপার স্যাপার যে ওয়েব সাইট সেইটা বুঝতাম না ।
ওয়েব সাইটে ক্লিক দিয়ে দিনরাত ছবি, গান ডাউনলোড করতাম।
২এম্বির একটা অডিও গান ডাউনলোড করতে প্রায় ৩০-৪০ মিনিট সময় লাগতো।
তবুও বিরাম ছিল না।
রিংটোন, অডিও গান, পিকচার,, হরদম ভাবে ডাউনলোড করতাম।
*ওয়েব সাইট বানানোর ইচ্ছা ।
এটার স্বপ্ন দেখলাম ২০১৪ তে ,, টেকটিউনস নামক ওয়েবসাইট অনেকেই চেনে । বিশেষ করে প্রযুক্তি গত ভাবে তাদের অনেক টিউটোরিয়াল রয়েছে।
এম্পিলিফায়ার লিখে সার্চ করলে তাদের সাইট থেকে হেল্পফুলি টিপস পেতাম ।
হুট করেই একদিন লক্ষ করলাম " নিজের নামে ওয়েব সাইট করুন।
ক্লিক দিয়ে পড়লাম ঘোড়াডিম কিছুই বুঝলাম নাহ।
২০১৬ তে জ্ঞান বুদ্ধি একটু বাড়লো।
শুরু করলাম আবার -- একটা জাভা সিস্টেমের নখ টাস ফোন কিনলাম।
নিজের প্রচেষ্টাতে একদিন একটা GMAIL একাউন্ট খুলতে সফল হলাম।
তাদের সাইটে আবার গেলাম ,, অনেক টিপস নিলাম, , হুবহু খাতায় লিখে নিলাম।
সার্চ করলাম -- how to create a blog site..
ওপেন হল,, কিন্তু আমার ফোনে সাপোর্ট করল নাহ।
ঢুকলেই প্রগ্রাম হ্যাং হয়ে কেটে যায়।
২০১৭ এই একটা সাইট করলাম।
নতুন ফোন নিয়ে তাদের টিপস নিয়ে সাজালাম।
৫/৬ টা কবিতা লিখলাম । কিছুদিন সাইট টা চালানোর পরে জানতে পারলাম ব্লগ ওয়েব থেকে টাকা উপার্জন করা যায়।
আগ্রহটা আরো বেড়ে গেল।
Adsense সার্ভিসের সাথে কিছুটা পরিচিত হলাম।
এডসেন্সের শর্ত সাপেক্ষ পুরণ করতে পারলাম নাহ।
অনেক ভুল ত্রুটির মাঝে সাইট টা বানানো তাই সফলের দরজা পেলাম নাহ ।
সাইটটার ভুল গুলো সংসোধন না করে পাগলের মত ডিলিট করে দিলাম।
পরে বুঝতে পারলাম এটা আমি ঠিক করিনি।
তারপর ২০১৯ এ এসে আবার শুরু করলাম এবং বর্তমানের এই "" রেডিও শফি।।
ছোট বেলায় রেডিও ভক্ত ছিলাম খুব তাই আমার নামের আগেই রেডিও নামটি ব্যাবহার করা।
আর তাছাড়া রেডিওর তরঙ্গের মত পোষ্ট পড়েও তো মনের ভিতর সে ছোয়া আসতে পারে।।
রেডিও নামটা ব্যাবহার করাতে নিশ্চয়ই কোন অন্যায় করিনি ।
এর ফাকে ফোকে ইউটিউব নিয়েও পড়ে ছিলাম কিন্তু সাক্সেস হতে পারিনি। মুর্খ মানুষ হয়লে যা হয় ।
তবে চেষ্টা করেই যাচ্ছি জানিনা সফলের দরজা পাবো কি না।
আগ্রহ আর চেষ্টা সফলতা আনতে পারে সে প্রেক্ষিতে আমিও দুরবার গতিতে এগিয়ে চলেছি।
আপনাদের নিকট আকুল আবেদন আমাকে সাপোর্ট করবেন। স্বপ্ন পুরন করতে সাহায্য করুন।
যারা ব্লগ নিয়ে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে এই টুকু বলব "" এটা অনেক সহয হলেও ব্যাপক কঠিন।
এক সময়ে খুব দ্রুত সফল হওয়া যেত কিন্তু বর্তমানে কঠিন পরিশ্রম করে আর্টিকেল লিখতে হবে।
কপি পেস্ট ব্যাতিত কাজ করতে হয়।
তাই আগে জানুন- আগে শিখুন পরে ব্লগ নিয়ে কাজ করুন।
আমার মত ভুল করবেন নাহ।
সবাইকে অনেক ধন্যবাদ।
রেডিও শফির সাথেই থাকুন।
ভুল ত্রুটি হতেই পারে প্লিজ ক্ষমা করবেন।
Hi bro apnr telegram otoba fb id link din
ReplyDeleteবড়ো ভাইয়া আপনার সাইট টা দেখেও কিন্তু প্রেরণা পাচ্ছি ব্যাপক ভাবে ।
Deleteফেসবুক ID- http://www.facebook.com/shofibd0
Page-- http://www.facebook.com/radioshofi
bah bah ....???
ReplyDeleteThanks
Delete