গ্রাম গঞ্জের পুরনো ঐতিয্য খিলির মালাই
কুলফি আইস্ক্রিম/খিলির মালাই।
৯০ দশক থেকে ২০১০ পর্যন্ত স্কুল কলেজ গ্রাম গঞ্জে যেখানে সেখানে সাইকেল বা ভ্যানে মাইক বাজিয়ে তারা ব্যাপক ভাবে বিক্রি করতো।
আমরা ছোট ছিলাম,, বাড়ি থেকে যখন মাইকের আওয়াজ শুনতে পারতাম তখন আর কে ধরে রাখে!
কাছে টাকা না থাকলে মায়ের আচল ধরে টানাটানি করতাম আর কান্নাকাটি করতাম।
মা প্রতিদিন কয়েকবার এই বাইনা শুন্তে শুন্তে আফসে যেত।
মায়ের কাছে ডিম কলা হাস মুরগি বিক্রি করা টাকা এই আইস্ক্রিমের পিছনেই উড়াতাম।
টাকা না থাকলে বিকল্প পদ্ধতি ছিল প্লাস্টিকের খেলনা ভাংগা,,মাথার চুল,লোহার বার বা ইত্যাদি দিয়ে কেনার সিষ্টেম।
এগুলোও প্রায় শেষ করে ফেলেছিলাম।
বর্তমান আমাদের দেশে নতুন ভাবে প্রযুক্তির সাথে তালমিলিয়ে নতুনের ছোয়াতে আগের ওসব আইস্ক্রিম/মালাই বরফ এখন আর দেখা যায় না।
অনেক দিন বাদে এই আইস্ক্রিম পেলাম,,
ছোট বেলার গল্প মনে পড়ছিল তাই এই ফটোটি তুললাম ও সংখেপে কিছু লিখলাম।
ছবিঃ-রেডিও শফি।
রেডিও শফি Blog এর সাথেই থাকুন।
৯০ দশক থেকে ২০১০ পর্যন্ত স্কুল কলেজ গ্রাম গঞ্জে যেখানে সেখানে সাইকেল বা ভ্যানে মাইক বাজিয়ে তারা ব্যাপক ভাবে বিক্রি করতো।
আমরা ছোট ছিলাম,, বাড়ি থেকে যখন মাইকের আওয়াজ শুনতে পারতাম তখন আর কে ধরে রাখে!
কাছে টাকা না থাকলে মায়ের আচল ধরে টানাটানি করতাম আর কান্নাকাটি করতাম।
মা প্রতিদিন কয়েকবার এই বাইনা শুন্তে শুন্তে আফসে যেত।
মায়ের কাছে ডিম কলা হাস মুরগি বিক্রি করা টাকা এই আইস্ক্রিমের পিছনেই উড়াতাম।
টাকা না থাকলে বিকল্প পদ্ধতি ছিল প্লাস্টিকের খেলনা ভাংগা,,মাথার চুল,লোহার বার বা ইত্যাদি দিয়ে কেনার সিষ্টেম।
এগুলোও প্রায় শেষ করে ফেলেছিলাম।
বর্তমান আমাদের দেশে নতুন ভাবে প্রযুক্তির সাথে তালমিলিয়ে নতুনের ছোয়াতে আগের ওসব আইস্ক্রিম/মালাই বরফ এখন আর দেখা যায় না।
অনেক দিন বাদে এই আইস্ক্রিম পেলাম,,
ছোট বেলার গল্প মনে পড়ছিল তাই এই ফটোটি তুললাম ও সংখেপে কিছু লিখলাম।
ছবিঃ-রেডিও শফি।
![]() |
Shofi BD |
Daily Porun is a online news portal website. We are providing honest and relaible news everyday so everyone you can visit the site and We have a Facebook page this is the name of ডেইলি পড়ুন Please follow the page. Thank you
ReplyDeletebangladesh newspaper
newspaper bangladesh
bangladeshnewspaper
newspaperbangladesh
Guys This is Our Facebook Page
Daily Porun